আমেরিকায় সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- মো. নুর মিয়া (৬৫) ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন (সুমন- ৩৫)।

 


 

তাদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। তারা সপরিবারে আমেরিকায় ছিলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আমেরিকার স্থানীয় সময় রাত দেড়টার দিকে হামট্রামিক শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলে দুজন মারা যান। 

 


বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন নিহত সুজনের মামাতো ভাই নাভেদ আহমদ। তিনি জানান- সুজন বিবাহ সূত্রে বেশ কয়েক বছর আগে আমেরিকায় গেছেন। প্রায় দুই মাস আগে বাবাসহ পরিবারের সদস্যদের তিনি সে দেশে নিয়ে যান। বৃহস্পতিবার রাতে সুজন বাবাকে নিয়ে তাঁর শ্বশুরের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে হামট্রামিক শহরে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। 

 

 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম