সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল জব্দ করেছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ৪৮ বিজিবি’র একটি টহল দল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা কিরনপাড়া থেকে এসব আপেল জব্দ করে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। 

 



৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান- এসব আপেলের বাজারমূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা। 

 

অভিযানকালে আপেলবাহী একটি ট্রাকও জব্দ করে বিজিবি। পরে মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। 

 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম