র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর হাতে আটক হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক বাদশা। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে র্যাবের একটি দল তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল নোমান আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউ-কে জানান, তাঁর বিরুদ্ধে সহিংসতার মামলা রয়েছে। এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
সিলেটভিউ২৪ডটকম / তমাল / ডি.আর