হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। আড়ম্বরপূর্ণভাবে উৎসবটি পালন করছে হবিগঞ্জের অধিবাসীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে কাজ করছে দেশের বৃহত্তম বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সারাদেশের ন্যায় হবিগঞ্জ  জেলায় ৬৩৬ টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে আনসার-ভিডিপি সদস্যরা। শুক্রবার দিনভর মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান। তিনি হবিগঞ্জ জেলার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।

 


তিনি বিভিন্ন পূজা মন্ডপে মোতায়েনকৃত আনসার ভিডিপি সদস্যদের ডিউটির বিষয়ে উৎসাহ এবং দিক নির্দেশনা প্রদান করেন। সেইসাথে তিনি পূজা মন্ডপ কমিটি ও  উৎসবে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম দেখে এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশংসা করায় উপ-মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপির সুযোগ্য জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, সার্কেল অ্যাডজুট্যান্ট শুভাশীষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক মো:তানজিন আহমেদ, ধ্রুব ভট্টাচার্য, রাকিবুল হাসান এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি স্ট্রাইকিং টিমসহ প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর