কানাডার টরেন্টোতে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসেনর পাঁচবারের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মুক্তির দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) টরেন্টোর ডেনফোর্থের একটি অভিজাত রেস্টুরেন্টে আওয়ামী লীগ নেতা আমজাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফফার।
সভায় বক্তারা বলেছেন, মুহিবুর রহমান মানিক ছাতক-দোয়ারার মাটি ও মানুষের নেতা। তিনি এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। বর্তমানে তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের মাধ্যমে সরকার জনগণের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমরা তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্ৰেফতারকতদের মুক্তির দাবি করছি।
সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট মনিরুজ্জামান সেলিমের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ছাতক উপজেলা আহবায়ক কমিটির সদস্য এনামুল হক কাচা মিয়া, কানাডা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নজরুল আহমেদ, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, নোয়ারাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ আলী, ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশন সহসভাপতি নজীর হোসেন আলী, মো. জামাল উদ্দিন চৌধুরী, মানিক মিয়া, ফয়েজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামিল আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/শংকর