গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্তে থেকে হোছেন আহমদ নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 


মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে ধরে নেওয়া হয় তাকে। এ ঘটনায় হোছনের ভাই মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার সাধারণ ডায়েরি করেছে। 

 

হোছন আহমদ (৪১) উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে। পুলিশ বলছে পতাকা বৈঠকের মাধ্যমে হোছনকে ফিরিয়ে আনার পক্রিকা করছে বিজিবি।

 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ভারত সীমান্তের কাছে গরুকে ঘস খাওতে নিয়ে যায় হোছন। তখন একটি গরু পিলারের ভারতীয় এলাকা প্রবেশ করলে সেই গরু আনার সময় তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। 

 

গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বিষয় এখন বিজিবি দেখছে। পতাকা বৈঠকের মাধ্যমে হোছনকে ফিরিয়ে আনার পক্রিকা চলছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত