সুনামধন্য মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নব নির্বাচিত ২০২৪-২৭ সালের কার্যকরী কমিটির আত্মপ্রকাশ ও প্রথম সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় পুর্ব লন্ডনে একটি বিজনেস হলে এ আত্মপ্রকাশ ও সভাটি অনুষ্টিত হয়।


নব নির্বাচিত সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহম সুহেবের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সংগঠনের ধর্ম ও সাংস্কৃতি সম্পাদক মুফতি সালেহ আহমদ।

অনুষ্টানের প্রথম নব নির্বাচিত কমিটির সভাপতি নোমান আহমদের, সাধারণ সম্পাদক রাশেদ আহম সুহেব, কোষাধক্ষ সুয়েব আহমদ ও সহ-সভাপতি দারাস মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কমিটির নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা।

সভার মূল পর্বে সংগঠনের সংবিধান অনুযায়ি নতুন করে শিপু মিয়া, আবু ইয়াছিন সুমন, কামাল হোসেন, আব্দুল করিম লিটনকে কার্যকরী সদস্য পদে এবং উপদেষ্টা পদে আরো নয় জনকে অন্তর্ভুক্ত করে সর্বসম্মতি ক্রমে আবুল হোসেন মুহিতকে প্রধান উপদেষ্টা মনোনিত করা হয়। সভা সমাপনিতে মুফতি সালেহ আহমদের পরিচালনায় প্রয়াত ট্রাস্টি আবুল লেইস, চমক আলী, এলাইচ মিয়া মতিনের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্টিত হয়।
 

 


সিলেটভিউ২৪ডটকম/রাসেল/এসডি-৭৯৯৬