সিলেটের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ক্রীড়া সংগঠন সংবাদ টাইগার্সের আমন্ত্রণে সিলেটে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাশার শিকদার। এসেই তিনি সবার মন কেড়ে নিয়েছেন।
শুক্রবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে তাকে নিয়ে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান। একের পর এক সঙ্গীত গাওয়ার পর মেতে উঠেন দর্শকশ্রোতা। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদ টাইগার্সের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী।
শিল্পী বাশার শিকদার সিলেটে পৌঁছার পর প্রথমেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান দেশ থিয়েটারের নেতৃবৃন্দ।
এরপর রাতে একটি অভিজাত হোটেলে সংবাদ টাইগার্সের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি- সিলেট জেলার সভাপতি জনাব নির্মল সিংহ, ডাক্তার উচিত সিংহ, মদনমোহন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর রজত ভট্টাচার্য, দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় প্রধান সংগ্রাম সিংহ, এএসপি বশির আহমেদ, ইন্সপেক্টর জামশেদ আলম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি এবং আমাদের সময়ের সিলেট বিভাগীয় প্রধান সজল ছত্রী, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ব্যবসায়ী দিপু পুরকায়স্থ, ব্যবসায়ী বিধান রায়, সাংবাদিক রঞ্জিত সিংহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি