সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. সুমন মিয়া ওরফে শুটার সুমনকে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি ছোঁড়ার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি ও গুলির ১টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মধ্যপাড়া গ্রামের মো. মোসলেম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলা যুবলীগের সহসভাপতি।
তার বিরুদ্ধে ‘দি আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯-এ/১৯-এফ ধারায় মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ