সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মনুষ্যত্বের পক্ষে কাজ করাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। সকল রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করবে। আর গণতন্ত্র চর্চা হলেই রাজনীতি হবে মানব সভ্যতার কল্যাণের।

 


গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পূণঃপ্রতিষ্ঠার সব আন্দোলনেই অগ্রগামী ভূমিকায় বিএনপি রাখে। 

 

আজ শনিবার (২১ অক্টোবর) বিকাল ৪ টায় সাবেক কুচাই ইউনিয়ন বর্তমান সিটি করপোরেশনের ৪২ নং ওয়ার্ড বিএনপির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

 

তিনি বলেন, যারা দেশনায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে বিরাজনীতি কায়েম করেছিল, তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহার করে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করতে হবে। আগষ্টে যারা গণহত্যা করেছে, যারা মা বোনদের সম্ভ্রম নষ্ঠ করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামী লীগের লোকজনের কাছে অবৈধ অস্ত্র ও টাকা  আছে, যা এখনো উদ্ধার করা হয়নি এমন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেদিকে বাধা দেয়ার জন্য ওরা (আওয়ামী লীগ) নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে পার্শ্ববর্তীরা ভালোভাবে আপ্যায়ন করে যাচ্ছে। এ বিষয়ে দেশবাসী ও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

 

নগরীর ৪২ নং ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা ফুল মিয়ার সভাপতিত্বে ও জামাল মিয়া মেম্বারের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, হেলাল উদ্দিন, বারী মিয়া, সামু মিয়া, নুরুল আমিন, জয়নাল আবেদীন, যুবদল নেতা রাজু আহমদ, ফয়সাল আহমদ, রেজোয়ান আহমদ, বাচ্চু আহমদ, রিয়াদ আহমদ, জাকারিয়া আহমদ, রাজু আহমদ (২), সেলিম মিয়া ছাত্রদল নেতা সাকের রহমান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর