সুনামগঞ্জের শাল্লায় নিরঞ্জন সরকার নামে একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ৪নং শাল্লা ইউনিয়নের নিজ বাড়ি বলারামপুর গ্রামে মৃত্যুবরন করেন। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রাজিব বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন এবং শাল্লা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এক মিনিট নীরবতা পালন শেষে নির্ধারিত শশ্মান ঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
 


রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন গ্রাম ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
 

বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বিগত ১০ বছর যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন তবে মৃত্যুকালীন সময়ে তার বয়স ছিল ৭৩ বছর। তিনি একজন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং দুই ছেলের স্ত্রী, এক নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বলরামপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-৮০২৬