নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

 


সোমবার (২৮ অক্টোবর) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের আটককৃত কর্মীর নাম মাহফুজ রূপক। ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং দক্ষিণ ছাত্রাবাসের ১০৮ নম্বর রুমে থাকতেন তিনি। বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 


ঘটনায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, রূপক আগে ইলিয়াস হলের প্রভাবশালী ছাত্রলীগ ক্যাডার ছিল। ১৬ জুলাই সাইন্সল্যাবে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। তার প্রেক্ষিতে রূপকের বিষয়ে হলের সিট বাতিলের জন্য প্রভোস্টকে জানিয়েছিলাম। কিন্তু শিক্ষকরা সিট বাতিল করেননি। বিকেলে এ বিষয়ে রূপকের সঙ্গে কথা বলতে গেলে সে আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ৪-৫ জন শিক্ষার্থী তাকে মারধর করে নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাকিব  বলেন, গত ১৬ জুলাই সাইন্সল্যাবে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী রূপককে পুলিশের হাতে তুলে দিয়েছি। এই ছাত্রলীগ ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। বিভিন্ন সময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা করার প্রমাণও আমাদের কাছে আছে।

 


ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস  বলেন, একজনকে শিক্ষার্থীরা মারধর করছিল, সেখান থেকে কয়েকজন শিক্ষক রিকভারি করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে সে ছাত্রলীগ করত কি না জানি না।

 


নিউমার্কেট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহসীন উদ্দীন কালবেলাকে বলেন, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কিছু প্রমাণ পেয়েছি। তবে আরও যাচাইবাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ দিকে রূপকের সিটে আরেকজনকে ওঠানোর অভিযোগ রয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রাশেদের বিরুদ্ধে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক