বহুদিন দেখা হয়নি সবুজ ঘাস কৃষ্ণচূড়া
সতেজ ফুল — চাপা পড়েছিলো কাঁচামরিচ
ধুলো ময়লা আবর্জনায় ছিলো ঢাকা
কচি পুদিনাপাতা থানকুনি দেখিনি বহুদিন।
আকাশ দেখিনি বহুদিন — প্রিয় আকাশ
মাথার উপরে জমেছিলো কালো ধোঁয়া
বাতাসে ছিলো পোড়া গন্ধ — ভয় ছিলো
ওরা মেলেছিলো ভয়ংকর রাক্ষসী থাবা!
একটা ঝড়ের অপেক্ষায় ছিলাম —
ঝড় এলো — উড়ে গেছে ধুলো
দূরে গেছে পোড়া গন্ধের কালো ধোঁয়া
এখন — যেনো সবকিছু স্বচ্ছ জলে ধোয়া।
যে ধুলো আবর্জনা জমেছিলো ফুটপাতে
দেয়ালে — সবুজ ঘাসে ফুলের পাপড়িতে
তা উড়ে গেছে ঝড়ে — জলে ভেসে গেছে
ভয় পালিয়ে গেছে ঝড়ের পালকে চড়ে।
এখানে যা আছে তা পুরনো নয় — নতুন
কেবলই কচি কচি পাতা — সদ্য ফোটা ফুল
ফুলের সৌরভ ছড়িয়েছে চারিদিকে
পাই কচি লেবুর ঘ্রান ভোরের স্নিগ্ধ বাতাসে।
উড়ে যাওয়া ধুলো ময়লা যতো — গেছে গেছে
পালিয়ে থাকুক সীমান্তের ও-পাড়ে
দূরে — দূরে — আরও বেশি দূরে
এলেই-তো দুর্গন্ধ ছড়াবে — ঝামেলা বাড়াবে।