এমনটা হয়
বাংলাদেশ রাশিয়া আমেরিকা ...
শিকাগো শহরে 
ঢাকা শহরেও
ভিয়েতনাম দক্ষিণ আফ্রিকা 
তিয়েনআনমেন স্কোয়ার
তিউনিসিয়া কিংবা প্যালেস্টাইন
রাস্তায় রাস্তায় মানুষ 
শতো হাজার ছাত্র-ছাত্রী মানুষ নামে 
তারপর সফলতা আসে সংগ্রামে বিজয়ে।

 


 

সংগ্রাম চলছে 
মানুষের অধিকার আদায়ের সংগ্রাম
মিছিল চলে ঢাকা রংপুর সিলেট কলকাতা
মিছিল ছড়িয়ে পড়ে বাংলাদেশে — ভিষিথে।
এ-তো আমার ন্যায্য অধিকার  
তবুও রাইফেল হাতে রাস্তায় ওরা কারা!
ওরা-ই গুলি ছুঁড়ে — অনেক অনেক গুলি!

 

 

এখানে দুষ্ট লোকেরা 
কেউ কেউ কুকুর তাড়ায়
কাক তাড়াতেও দেখা যায় 
না... না... একেবারে প্রাণে মারে না
এখানে কুকুরের-ও প্রাণ নিরাপদ 
মানুষ কুকুরের প্রাণের মূল্য দিতে জানে।

 

 

এ কয়দিনে —
রাস্তায় কুকুর মরেনি একটি-ও
মরেনি কাক পাখিটি 
তবুও —
রাস্তায় লাল রক্ত ঝরেছে কার!
আমাদের আকাশে — বাতাসে 
কার এতো আর্তনাদ — শুনি চিৎকার! 

 

 

এতো-যে গ্রেনেড ধোঁয়া 
এতো-যে গুলি টিয়ারগ্যাস 
এতো বারুদের ঘ্রাণ
চোখ পুড়ে প্রাণ উড়ে  
রাস্তায় লুটিয়ে পড়ে 
তাজা তাজা মানুষের প্রাণ।

 

 

কার প্রাণের শরীর লুটায় রাস্তায় রাস্তায়
বেওয়ারিশ কুকুর কাক নয়-তো 
এ-তো মানুষের প্রাণ এ-তো মানুষের শরীর 
কারা গুলি ছুঁড়ে! — অনেক অনেক গুলি...।