এই সাম্রাজ্যে স্বাধীন চিন্তা করা গুরুতর অপরাধ
অবশেষে তাই আমিও অপরাধী হয়ে গেলাম
আমার অপরাধ আমার স্বাধীন চিন্তাবোধ
আমার স্বাধীন চিন্তাবোধ আমাকে অপরাধী করেছে। 
রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থেকে আদেশ জারী হলো-
'আমি স্বাধীন চিন্তাবোধ সম্পন্ন'
এই কথাটি ভুলে যেতে হবে চিরকালের জন্যে
আমি বললাম-
আমি স্বাধীন চিন্তাবোধ সম্পন্ন বিশ্ব নাগরিক।
তিনি রায় দিলেন, 'এটি অপরাধ।
মোহাম্মদ আব্দুল হক চিন্তাপরাধে দন্ডিত আসামী।
তাকে বন্দি করো গোপন অন্ধকার কোনো কুঠুরিতে।'
সেই থেকে আমি বন্দি রাজ আদেশে রাজার চোখে।
কিন্তু রাজা জানে না চিন্তা বন্দিত্বের সীমানা মানে না
আমি কবি স্বাধীন চেতনাধারী এক বিশ্ব নাগরিক।