আমার দেশে স্বাধীনতার শত্রু কারা?
এমন প্রশ্নের হোক সমাধান —
আমার দেশে স্বাধীনতার মিত্র কারা?
এমন প্রশ্নের হোক সমাধান —
স্বাধীন দেশে স্বাধীন ভাবে
কথা বলতে দেয় না যারা
স্বাধীনতার শত্রু তারা।
আমি কী স্বাধীন?
আমার দেশে মত প্রকাশের
আমার দেশে ন্যায় বিচারের
আমার দেশে ন্যায্যতা আর স্বচ্ছতার
নিশ্চয়তা পেলেই তবে বলতে পারি
আমার দেশে আমি স্বাধীন।