আইপিএলের পরবর্তী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার গতকাল ছিল সবশেষ আসরের স্কোয়াড থেকে রেখে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার শেষ দিন। পরবর্তী আসর এবং মেগা নিলামের আগে ১০ দল মিলে ধরে রেখেছে মোট ৪৬ জন ক্রিকেটার। দলের জন্য একান্ত প্রয়োজনীয় ক্রিকেটারদেরই ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিরা।
আইপিএলের আগামী আসরের আগে হবে মেগা নিলাম। এই নিলামে ক্রিকেটারদের দলে ভেড়াতে সর্বোচ্চ ১২০ কোটি রুপি ব্যয় করতে পারবে দলগুলো। তবে যেসব ক্রিকেটারদের ধরে রাখা (রিটেইন করা) হয়েছে তাদের দাম বাদ যাবে ১২০ কোটি রুপি থেকে। এ কারণে মেগা নিলামের আগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরই ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে বাদ পড়েছেন অনেক তারকা ক্রিকেটারও।
আবার অনেক তারকা ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অর্থ বাড়িয়ে চেয়েছেন, তবে ব্যাটে-বলে না মেলায় দুই পক্ষই আলাদা পথ ধরেছে। মেগা নিলামে তাই নাম ওঠছে অনেক তারকা ক্রিকেটারের। তবে এসব তারকা ক্রিকেটারদের মধ্যে কয়েকজন আছেন যাদের দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি শুরু হতে পারে।
চলুন দেখে নেয়া যাক এমন ৫ ক্রিকেটার যাদের দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে থাকবে তুমুল চাহিদা:
১. রিশব পন্ত- এবারের মেগা নিলামে যেসব তারকা ক্রিকেটারের নাম থাকবে তাদের মধ্যে অন্যতম রিশব পন্ত। গত মৌসুমে দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন তিনি। আইপিএল দিয়েই তিনি আবার প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। এবারের নিলামে উইকেটরক্ষক ব্যাটাররা চাহিদার শীর্ষে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। উইকেটের পেছনে গ্লাভস হাতে পন্ত যেমন কার্যকরী তেমনি টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে আগ্রাসী ব্যাটারদের মধ্যে অন্যতম পন্ত। এছাড়া নেতৃত্ব দিতেও পটু পন্ত। ভারতের হয়ে তিনি জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। নিলাম থেকে তাকে দলে ভেড়াতে তাই একাধিক ফ্র্যাঞ্চাইজির চাহিদা থাকবে, এ কারণে দামও চড়তে পারে তাঁর।
২. ঈষাণ কিষাণ- লম্বা সময় ধরেই ভারতের জার্সি গায়ে দেখা যাচ্ছে না কিষাণকে। তবে তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ নেই কারোরই। আন্তর্জাতিক অঙ্গণে তো বটেই, আইপিএলে তিনি একজন পরীক্ষিত পারফর্মার। এ কারণে তাকে দলে ভেড়াতে চাইবে অনেক ক্রিকেটারই।
৩. লোকেশ রাহুল- গত মৌসুমেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। উইকেটকিপিংয়ের পাশাপাশি নেতৃত্বটাও ভালোই দিতে জানেন তিনি। গত মৌসুমে শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় তিনি ছিলেন ৭ নম্বরে, ১৪ ইনিংসে তিনি করেন ৫২০ রান। এবার তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাতে পারে অনেক ফ্র্যাঞ্চাইজিই।
৪. আর্শদ্বীপ সিং- আইপিএলে ব্যাটারদের কদর দিন দিন বেড়েই চলেছে। তবে আর্শদ্বীপ সিংয়ের মতো বোলারদের চাহিদা ক্রিকেটে কখোনোই কমার নয়। আন্তর্জাতিক অঙ্গণে বাঁহাতি পেসারদের চাহিদা সবসময়ই তুঙ্গে, আর সেই পেসারের যদি থাকে আর্শদ্বীপের মতো দক্ষতা তাহলে তো কথাই নেই। গত মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলেছেন ভারতীয় এই পেসার। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি ছিলেন ৭ নম্বরে, ১৪ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট। এবার তাকে দলে ভেড়াতে আগ্রহী হতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
৫. শ্রেয়াস আইয়্যার- আইপিএলের সবশেষ মৌসুমে শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। শিরোপা জয়ী দলটির অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়্যার। তাঁর নেতৃত্বেই এক দশক পর শিরোপার দেখা পায় কলকাতা।
তবে সবশেষ মৌসুম বল হাতে খুব একটা ভালো যায়নি শ্রেয়াসের। ১৪ ইনিংস ব্যাট করে করেছিলেন ৩৫১ রান, ফিফটি ছিল কেবল ২টি। তাকে আর ধরে রাখেনি কলকাতা। তবে শিরোপাজয়ী অধিনায়কের প্রতি আগ্রহ থাকতে পারে পাঞ্জাব কিংস, দিল্লী ক্যাপিটালসের মত ফ্র্যাঞ্চাইজিগুলোর। এ কারণে নিলামে দাম চড়তে পারে তারও।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৮২১৬
সূত্র : ঢাকামেইল