ইদানিং পূর্ব সিগনাল ছাড়াই মেঘ জমে
মেঘে মেঘে ধাক্কা লাগে — মেঘনাদ ধ্রুম,
ভিতরে জানা অজানা এক ট্রিলিয়ন কষ্ট
কষ্টগুলো জমে জমে হয় — এটমবোম।

 


 

কালো মেঘ আর ধূসর কষ্টে সব একাকার
দূর হতে দেখি ভিষিথে নামিছে অন্ধকার।

 

 

বৃষ্টি জল হয়ে গড়িয়ে পড়ে মৃত্তিকায় ঘাসে 
কপোল বেয়ে নেমে জলাধার হয় পরিপূর্ণ, 
কষ্টেরা মনের জানালা ভাঙে চোখ ফেটে 
অবেলায় এখানে ভিষিথের রঙ হয় বিবর্ণ।

 

 

 

লেখক : কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক

[email protected]