চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিয়ে করে প্রতারিত হচ্ছেন পুরুষরা। এভাবে কয়েক মাস ধরেই এজেন্সি ও নারীরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তে নেমে এই প্রতারণার খোঁজ পেয়েছে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতারণায় জড়িত নারীদের অনেকে কয়েক মাসেই ৩ লাখ ইউয়ান করে (বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকার বেশি) হাতিয়ে নিয়েছেন।
গত সেপ্টেম্বরে প্রকাশিত গুইঝু প্রদেশের গুইয়াংয়ের একটি আদালতের বিবৃতিতে বলা হয়েছে, শুধু হুয়াগুয়ুয়ান এলাকার একটি থানায় গত বছরের মার্চ থেকে ‘ম্যাচমেকিং’ প্রতারণার ১৮০টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে আদালতে এসব ঘটনার ৫০টির সুরাহা করা হয়েছে।
পুলিশি অভিযানের আগে এজেন্সিগুলো আকৃষ্ট করতে হুয়াগুয়ুয়ানে বড় এবং আকর্ষণীয় অফিস ভাড়া করেছিল। তাদের কর্মীরা চীনের বিভিন্ন এলাকা থেকে অবিবাহিত পুরুষদের খুঁজে বের করত। আরেকটি দল সিঙ্গেল নারীদের নিয়োগের বিষয়টি দেখত। এই নারীদের অধিকাংশই ঋণগ্রস্ত ও তালাকপ্রাপ্ত ছিল। পুরুষদের প্রতারিত করতে এই নারীদের প্ররোচিত করা হতো।
পুরুষরা এজেন্সির মাধ্যমে এই নারীদের সঙ্গে দেখা করত। তাদের কয়েক দিনের মধ্যে বিয়ে দেওয়া হতো।এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর ও কনেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো। এসব বিয়ের পর অধিকাংশ ক্ষেত্রেই নারীরা কিছুদিন পরই পালিয়ে যায়। কেউ কেউ স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়।
একটি এজেন্সিতে গ্রাহক সেবা প্রতিনিধি হিসেবে কাজ করা এক ব্যক্তি বলেন, পুরুষ গ্রাহকের অভাব নেই। আমরা পুরুষ গ্রাহকদের আসা নিয়ে মোটেই চিন্তা করি না।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক