ইতিহাস গড়েছে বাংলাদেশ যুব হকি দল। ওমানের মাসকটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২১ হকি দল। এতে প্রথমবারের মতো যুবা বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এই আসর।
সোমবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল যুব এশিয়া কাপের। ওমানের এই টুর্নামেন্ট থেকে সেরা ছয়টি দল জায়গা পাবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের পাঁচ অথবা ছয়ে থাকা নিশ্চিত হলো।
এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে বড় ব্যবধানে হারে হকির অন্যতম ফেবারিট পাকিস্তানের কাছে। গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-২ স্কোরলাইন নিয়ে টার্ফ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওই ম্যাচে ড্র করায় শেষ ম্যাচটি জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনাল নির্ধারণীতে পরিণত হয়।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত