ভারতীয় আগ্রাসন ও আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুরের ঘটনায় এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ ডাকবাংলো থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এমএ হক চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শামীম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে ভারত নারাজ। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কুটনৈতিক আইন লঙ্ঘন করে ভারতে বাংলাদেশি উপহাইকমিশনে ন্যাক্কারজনক হামলার ঘটনা ও আমাদের জাতীয় পতাকা অবমাননা মেনে নেওয়া যায়না। অভিলম্ভে ভারত সরকার বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-৯০৯২