সিলেটের দক্ষিণ সরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
সাইফুল ইসলামের বিরুদ্ধে সিলেটের জেলা প্রশাসকের কাছে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেছিলেন বিবিদইল বালিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে অভিযোগ তদন্ত করতে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসক। ইউএনও উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
দীর্ঘদিন তদন্ত শেষে সিলেট প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা জমা দেয়া তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অসৌজন্যমূলক আচরণ সহ নানা অনিয়ম ও দুর্নীতি প্রমাণ পেয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায় তদন প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়ের কাছে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নিজ পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিবিদইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ৩য় আদালত এবং জেলা জজ আদালতে পৃথক দুইটি মামলা বিচারাধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর