মৌলভীবাজারের কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 

কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে ৩১ বার তোপধ্বনি, স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, সকাল ৯টায় জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গণে চারু-কারুকলা মেলা, বেলা ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বেলা ২টায় শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী এবং বিভিন্ন মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান।
 

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হামিদ খান, বর্তমান আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মোন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুণাভ দে, সদস্য সচিব অজয় দাস, গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম ও মোক্তাদির হোসেনসহ গণমাধ্যমকর্মীবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আদনান চৌধুরী, নাগরিক ঐক্য পরিষদ নেতা লিংকন তালুকদার প্রমুখ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৯০৯৬