মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় আগামী সোমবার (৯ ডিসেম্বর) দিবস উদযাপনে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় মানববন্ধন ও আলোচনাসভার কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- কমিটির সহসভাপতি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা আখন্দ জান্নাতুল মাওয়া, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী ও মাহফুজুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৯০৯৯