পুরাতন শীতবস্ত্র সংগ্রহ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে গরীব অসহায় মানুষের কাছে শীতের উষ্ণতা পৌঁছে দিতে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৪’ চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান।


স্বপ্নোত্থান প্রতি বছরের ন্যায় এবারো বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজন করেছে এই অভিযান। এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের কষ্ট লাঘবের জন্য তাদের মধ্যে শীতবস্ত্রের উষ্ণ ছোঁয়া পৌঁছে দিতে আবাসিক হল ও মেস থেকে অব্যবহৃত, পুরাতন শীতবস্ত্রগুলো সংগ্রহ করছেন সংগঠনের সদস্যরা। এছাড়াও কাপড়ের পাশাপাশি আর্থিক সাহায্যও সংগ্রহ করেছেন তারা। অসহায় ও চা বাগান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন তারা।



সংগঠনটির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, 'আমরা সবাই মিলে যদি একটু সহযোগিতার হাত বাড়াই, তাহলে শীতের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। সিলেটের বিভিন্ন চা বাগানের শ্রমিকদের দুর্বোধ ও কষ্টের কথা আমরা সবাই জানি, কনকনে শীতে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সকলের সহযোগিতাই আমাদের এই উদ্যোগকে সফল করে তুলবে।


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ