নিবন্ধিত নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪ডটকম’-এ গত ৫ ডিসেম্বর ‘সাবেক মন্ত্রী মান্নানের ‘নিকটজন’ ফয়ছলের লিবিয়ায় ‘মানবপাচার সাম্রাজ্য’, নি:স্ব হয়েছেন সিলেট-সুনামগঞ্জের অনেকে : মামলা দায়ের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের ফয়ছল মিয়া (৪৫)।

 


এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়েরকৃত মানবপাচার মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। মামলার বাদী শ্রীধরপাশা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আবুল হক নিজেই একজন মানবপাচারকারী। তার বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলা রয়েছে। বাদী তার নিজের অপরাধ আড়াল করতেই ফয়ছলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

 

প্রতিবাদলিপিতে ফয়ছল মিয়া আরও বলেন, ‘এম এ মান্নান মন্ত্রী থাকাকালে আওয়ামী লীগ রাজনীতির বাইরের অনেকেও তাঁর সঙ্গে ছবি তুলেছেন। এমনকি মামলার বাদীরও সাবেক মন্ত্রী মান্নানসহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে ছবি রয়েছে। সুতরাং এ বিষয়ে মান্নান সাহেবকে জড়ানো প্রমাণ করে- প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় নিয়েছেন। আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পৈত্রিক সূত্রে পাওয়া আমাদের অনেক জমি-সম্পদ রয়েছে। এলাকায় গিয়ে সরেজমিনে পরিদর্শন করলে এর সত্যতা পাওয়া যাবে। এছাড়া আমার পরিবারের প্রায় সকলই যুক্তরাজ্য প্রবাসী। বাড়ীতে জমিজমা ঘরবাড়ী এবং সিলেটের বাসা আমার প্রবাসী ভাইদের টাকায় গড়ে তোলা হয়েছে। এসবের সাথে কথিত মানবপাচারের বিষয়টি জড়িয়ে প্রকৃত সত্য আড়াল করা হয়েছে।’

 

এছাড়া জলমহালের সঙ্গে ফয়ছল বা তার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর