মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি সিলেটের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট রিটেইল ও এসএমই বিষয়ক দিনব্যাপি ট্রেনিং সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যোগে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়।


এম টি বি ট্রেনিং ইন্সটিটিউটের ম্যানেজার সৈয়দ নাজনুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের প্রধান মো. আব্দুল মান্নান।

বক্তব্য রাখেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হোল সেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. হাবিবুর রহমান, সিনিয়র ফ্যাকাল্টি মো. তাউহিদুল আলম, গ্রুপ এইচআর ইউনিট হেড মোহাম্মদ মোস্তাফা জামান, গ্রুপ এইচআর ইউনিট হেড মো. আব্দুস সালাম, সিলেটের এ্যাকটিং রিজওনাল হেড মো. বদরুল হক।

প্রশিক্ষক প্রদান করেন- ফিন্যান্সিয়াল এনালিস্ট বিল্লাল হোসাইন, সিনিয়র ফ্যাকাল্টি মো. তাউহিদুল আলম, সিলেট লালদিঘীপারের এসএমই-আরএম সুদ্বীপ চৌধুরী।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৯১১৬