বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ¦ ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান ট্রাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি সামাদ মিয়ার ইন্তেকালে শোক প্রস্তাব গৃহিত হয় ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। সভায় সম্প্রতি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক ফেডারেশনের বিভাগীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সিলেট হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈনের ব্যাপারে সুষ্টু ও নিরপেক্ষ তদন্তের এবং দোষী সাব্যস্ত হওয়ার আগে তাকে মুক্তির দাবী জানানো হয়। একই সাথে আদালত প্রাঙ্গনে রুনু মিয়া মঈনের উপর প্রাণঘাতি হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় ষড়যন্ত্রমূলকভাবে পরিবহন শ্রমিক নেতাদের জড়ানোর নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এছাড়া সিলেটের লামাকাজী সেতুতে টোল আদায় বন্ধ, পাম্পসমুহে গ্যাস-লোড বৃদ্ধিসহ বিভাগীয় কমিশনার বরাবরে দেয়া স্মারকলিপির বিভিন্ন দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।

সভয় বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: দিলু মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, মৌলভীবাজার জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান ও ট্রাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদুর রহমান ওয়াদুদ, সুনামগঞ্জ জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান ও ট্রাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, হবিগঞ্জ জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান ও ট্রাংক-লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবদাল মিয়া, পরিবহন শ্রমিক নেতা আব্দুস সালাম, আজাদ মিয়া, দিলোয়ার হোসেন, সাহেব আলী, মানিক মিয়া, আলী আকবর রাজন, মাহবুবুর রহমান মবু, আবুল হাসনাত, হারিছ আলী, আব্দুস শহীদ, সাহাব উদ্দিন, বিল্লাল মিয়া, মাসুম আহমদ লস্কর ও আলী আহমদ আলী প্রমূখ।

পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়া মঈনকে একটি হত্যা মামলায় ফাসানোর ষড়যন্ত্র চলছে। আদালত চত্তরে প্রাণে মেরে ফেলার লক্ষ্যে প্রাণঘাতি হামলা প্রমাণ করে মঈন ষড়যন্ত্রের শিকার। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে  প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি। আদালত চত্তরে পুলিশী হেফাজতে থাকাকালে তার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের জোর দাবী জানান তারা। অন্যথায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ কর্মসূচী দিতে বাধ্য হবে।


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর