ছবি- নিবেন্দু তালুকদার

চায়ের দেশ সিলেটে শীতের আমেজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তাই একটু উষ্ণতার জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ ছুটছেন ফুটপাতে গরম পোশাক কিনতে। মহানগরীর বিভিন্ন এলাকায় ফুটপাতে ক্রেতার ভিড় লেগেই আছে। 

 


আজ শুক্রবার (৬ ডিসেম্বর) লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেট, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। ক্রেতার চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী বিভিন্ন দামে মিলছে শীতের নানা পোশাক।

ফুটপাতের বিক্রেতারা জানিয়েছেন, কম দামে শীতের পোশাক কিনতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরাই তাঁদের দোকানগুলোতে বেশি আসে। তাঁদের দোকানে সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি ও ব্লেজার বেশি বিক্রি হচ্ছে। তবে বিক্রির শীর্ষে রয়েছে মাফলার, কানটুপিসহ নানা ধরনের শীতবস্ত্র।

 

মহানগরীর জিন্দাবাজার এলাকায় নানা ধরনের শীতবস্ত্র বিক্রি করেন ইসমাইল হোসেন। কয়েক দিন ধরে শীত বাড়ায় বেচাকেনাও বেড়েছে বলে জানান তিনি। তাঁর দোকানে রয়েছে বিভিন্ন ধরেনের শীতবস্ত্র। ৫০ টাকা থেকে শুরু করে ৮শত থেকে একহাজার টাকা পর্যন্ত চলছে এসব পণ্যের বেচাকেনা। তিনি সিলেটভিউকে বলেন,  কম দামে জিনিস কিনতে মানুষ ফুটপাতে আসে। তবে আমি ১০০ টাকা থেকে এক হাজার টাকার মালও বিক্রি করি।’


ইসমাইলের মতোই চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ফুটপাতে সোয়েটার ও কানটুপি বিক্রি করেন মো জহির মিয়া। কম দামে সোয়েটার কিনতে নারী-পুরুষ-নির্বিশেষে সবাই ভিড় করে তাঁর দোকানে। তিনি জানান, তার বেচাবিক্রি ভালো চলছে।

 

তবে আগের তুলনায় শীতের পোশাকের দাম এবার তুলনামূলক বেশি  অভিযোগ করে ক্রেতারা বলছেন, সুযোগ বুঝে অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।

 

তাপমাত্রা কমতে পারে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস
শনিবার (৭ ডিসেম্বর) থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে সারা দেশে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস করতে পারে। এছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি