প্রতীকী ছবি।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন  শ্রীরামপুর বাইপাস এলাকায় সরকারি মেদ্দী বিল জলমহাল থেকে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে।

 


শনিবার সকাল ৬টার দিকে একদল দুর্বৃত্ত এসব মাছ লুট করে।

 

জানা গেছে, বিলটি  প্রতি বছর ইজারা দেন জেলা প্রশাসক। কিন্ত ২ বছর থেকে ইজারা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। কিন্তু এই অবস্থায়ও শনিবার সকালে একদল দুর্বৃত্ত মাছ লুট করে নিয়ে যায়। এছাড়া প্রতিদিনই এ বিল থেকে কিছু না কিছু মাছ লুট হচ্ছে।

 

এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি বলেন, বিষয়টি নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আছে। তবে লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। দিলে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি