শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পঞ্চাশ হাল মৌজায় সদরপুর ও আস্তমার মধ্যবর্তী সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পার্শ্ব সংলগ্নে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, জয়কলস ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ লিটন মিয়া, এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকার তাজুল ইসলাম, মো.আংগুর মিয়া, নজরুল ইসলাম, নিহার মিয়া, তোফায়েল আহমেদ ও হুমায়ুন কবির প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেছি৷ তারা লিখিত আবেদন দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব৷
উল্লেখ্য যে, পারিবারিক সুত্রে জানা যায়, এই মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে আস্তমা গ্রামের শিক্ষানুরাগী কানাডা প্রবাসী ডাঃ মো. আবু সাঈদ আলী আহমদ ও ডাঃ সুলতানা ওয়াহিদ চৌধুরী দম্পতি তাদের নিজস্ব মালিকানাধীন ১ (এক) একর জমি দান করার জন্য সম্মত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-৯১৫৭