শান্তিগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি সুকান্ত সাহা।
 


শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী(এসও) মমিন মিয়ার পরিচালনায় গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের আমির ও পাউবো কমিটির সদস্য হাফেজ আবু খালেদ, সাবেক চেয়ারম্যান নুর কালাম, ইউনিয়ন জামায়াতের আমির মাসুম মিয়া, ইউপি সদস্য জুবায়েল আহমদসহ আরও অনেকে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-৯২৪২