ঘরোয়া ক্রিকেটে এবার নতুন সংযোজন জাতীয় লিগ টি-টোয়েন্টি। বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগের দিন সিলেটের সবুজ মাঠে আটটি দলের অধিনায়করা উন্মোচন করেন জার্সি। বিপিএলের প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরা হচ্ছে এই প্রতিযোগিতাকে। তাই টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়করা জানালেন তাদের প্রস্তুতি, এনসিএল নিয়ে উৎসাহের কথা।
 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯ টায় ঢাকা-সিলেটের ম্যাচ দিয়ে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি। স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন চারটি ম্যাচ হবে এই দুই মাঠে। ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো এই আট দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
 


টুর্নামেন্ট শুরুর আগের দিন সিলেটের সবুজ মাঠে জার্সি উন্মোচন করলেন আটটি দলের অধিনায়করা। জানান টুর্নামেন্ট তাদের প্রস্তুতি ও উৎসাহের কথা। ঘরোয়া লিগে এমন আয়োজনে খুশি খেলোয়াড়রা। বিপিএলে সবাই সুযোগ পান না। তাই দেশের ১২০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চটা দিয়ে নিজেদের প্রমাণ করবে।
 

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরা হচ্ছে এই প্রতিযোগিতাকে। বিপিএলের আগে এই টুর্নামেন্ট অনেক কাজে দিবে বলে মনে করেন অধিনায়করা। জানান, সিলেটে আটটি দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে।
 

এনসিএল টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ টিভিতে দেখা যাবে, এছাড়া মাঠে বসেও উপভোগ করা যাবে। নামমাত্র মূল্যে সিলেটের নয়নাভিরাম মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। মাঠে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। সর্বনিম্ন এই মূল্যের টিকিট গ্যালারির জন্য। ১০০ টাকায় ক্লাব হাউজে এবং সর্বোচ্চ ৩০০ টাকায় গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-৯২৫৪