মৌলভীবাজারের কুলাউড়ায় তানযীমুল মাদারিস লি তাহফীযিল কুরআনিল কারীম বাংলাদেশ শিক্ষা বোর্ডের ৪৬তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী বোর্ডের প্রধান কেন্দ্র কুলাউড়া জামেয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় ৬৭টি মাদ্রাসার ৯০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এ শিক্ষা বোর্ডের অধীনে দুই কেন্দ্রে ১ হাজার ৩ শত ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা হল পরিদর্শন করেন।
জানা যায়, হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের পড়াশোনার উন্নতি-অগ্রগতি, শিক্ষাবৃত্তি ও সনদ প্রদানের লক্ষ্যে ১৯৮০ সালে এ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এ শিক্ষা বোর্ডটি শুধুমাত্র পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। প্রতিবছর গুণগত কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তিসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে এ শিক্ষা বোর্ড। এ শিক্ষা বোর্ডটি প্রতিষ্ঠা করেন প্রবীণ আলেম ও বুযুর্গ হাফেজ মাওলানা ফয়জুর রহমান (র.)। বর্তমানে এটি পরিচালনা করছেন হাফেজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৯২৬৩