সিলেটে মেট্রোপলিটন পুলিশের সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম ও সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র হাইকমিশনের এন্টি টেরোরিজম ইউনিটের মেন্টর মি. লিওনেল পল বেনওয়েট জুনিয়ারসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহড়া শেষে রেঞ্জ ডিআইজি, পুলিশ মিশনারকে সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম এবং বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে অবহিত করা হয় ।
সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি