আনোয়ারায় বাবা সাজিয়ে ভোটার হতে এসে ধরা পড়লেন সুমাইয়া আক্তার নামে এক রোহিঙ্গা তরুণী।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তুলতে এসে ধরা পরেন এ তরুণী।
এসময় সঙ্গে থাকা তরুণীর বাবা পরিচয় দেওয়া মো. ইসমাইল ও তার বাবা মো. তৈয়বকে আটক করা হয়।
জানা গেছে, ওই তরুণী পরিবারসহ গত কয়েক বছর ধরে আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নে বসবাস করছেন।
পাশাপাশি আনোয়ারা কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান নামে একটি পোশাক করাখানায় চাকরি করেছেন তিনি। ভোটার হতে স্থানীয় জুইঁদন্ডী ইউনিয়ন থেকে জন্মসনদ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পরে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা থেকে জন্ম নিবন্ধন করেন ওই তরুণী। অভিযোগ রয়েছে তার এ কাজের সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ইব্রাহীম।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, সুমাইয়া নামে ওই তরুণী ভোটার হতে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই তরুণীর কথায় ও নথিপত্রের গরমিলে পেয়ে তাকে আটক করি। তার সঙ্গে থাকা আসল ও নকল দুই পিতাকেও আটক করা হয়েছে। এ কাজের সঙ্গে অন্যকেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম / ডেস্ক /মিআচৌ