সিলেটে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে সিলেটের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে ওঠানামা করছে। ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। এর মধ্যেই শীত নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস। আগামী দুই দিনের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাতে কনকনে শীত পড়তে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে সিলেটের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সিলেটের গ্রামাঞ্চলের মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। অনেক জায়গায সকাল ৮টার পর সহসা সূর্যের দেখা মিলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।
নাজির বাজার এলাকার মাইক্রো ড্রাইভার ববিউল ইসলাম বলেন, ঘনকুয়াশার কারণে রাতে গাড়ি চালানো যাচ্ছে না। ঠান্ডার কারণে গাড়ি চালানো যায় না।
ভ্যানচালক জাফর আলী বলেন, কনকনে শীতে ভ্যানের হাতলে হাত রাখা যায় না। হাত-পা নিস্তেজ হয়ে যায়। খুব কষ্টে এক বেলা রিকশা চালাচ্ছি। রিকশা চালিয়ে পরিবারের খাবারের টাকাই হচ্ছে না। শীতের কাপড় কেনা তো দূরের কথা।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুই দিনের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাতে কনকনে শীত পড়তে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-৯৩০৬