সিলেট মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী যুক্তরাজ্য আগমনে উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) ইস্ট লন্ডনে একটি রেস্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে.এবং যুক্তরাজ্য বিএনপির সদস্য. লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায়, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা. লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি কদর উদ্দিন. সহসভাপতি আব্দুর রব. সহসভাপতি এমএ তাহের. সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ. সহ-সাধারণ সম্পাদদ সোহেল আহমেদ, দফতর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. অর্থ সম্পাদক জিয়াউর রহমান. মাসুক. আইন বিষয়ক সস্পাদক ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল. প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মতিউর রহমান ফখরুল. বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম তোতা মাস্টার. বাচ্চু মিয়া. বাবুল মুন্সি. লন্ডন মহানগর বিএনপির নেতা আমির হোসেন. শেরওয়ান আলী. আল মামুন. ইফতেখার হোসেন চৌধুরী সাকী.মোঃ তানভীর হোসেন সিদ্দিকী.শাহ মোহাম্মদ রুমন মিয়া. মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা. মোঃ আম মুহিত. নিজামুদ্দীন. মো:শাহরিয়ার বিন আরিফ. আল আমিন. ফয়সল আহমদ. তোফায়েল আহমেদ. মোঃ রুমেল আলী. মিনহাজুর রহমান রাহী. আজমল আলী.মেহেদী হাসান. সুয়েব আহমদ.মিজানুর রহমান. ফরহাদ আহমদ. সাইফুর রহমান. এইচ এম ওবায়দুল ফাওাহ. শামীম আহমদ. আনছার আলী. ফাহিদুল আলম. সোহেল আহমদ.মামুন হাসান প্রমুখ।
সিলেট মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
অন্তরবর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৯৩০৮