মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ফেডারেশনের কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. দিদার হোসাইনের পরিচালনায় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- জেলা ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন শাহ।
বিশেষ অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জেলার সাধারণ সম্পাদক আব্দুল মোমিত, উপজেলা সহসভাপতি আবুল কাশেম আজাদ ও মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৯৩২০