মৌলভীবাজারের রাজনগর থানার প্রথম ও সেরা ইংলিশ ভার্সন স্কুল দ্যা স্টারজ কর্তৃক আয়োজিত হলো বার্ষিক বিজ্ঞান মেলা ও কুরআনে হাফেজ সংবর্ধনা। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল “কুরআন ও বিজ্ঞান শিখি, পৃথিবীকে রক্ষা করি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সিনিয়র সহকারী জজ হাফিজ মোহাম্মদ তারিক হাসান।
বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল।
বিচারকের দায়িত্বে ছিলেন ভেড়িগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রজব আলী রানা, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান, এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ, সিলেট-এর পদার্থবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন প্রভাষক জনাব সামসুল আহমদ সায়েম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজনগর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব কাজী নাদিমুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা স্টারজ স্কুলের প্রতিষ্ঠাতা জনাব খোরশেদ আলম রাজা, আলী হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দ্যা স্টারজ স্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় ২০টি প্রকল্প উপস্থাপন করে। বিচারকবৃন্দ সেরা তিনটি প্রকল্প নির্বাচন করে বিজয়ীদের পুরস্কৃত করেন। এ উপলক্ষে আয়োজিত অন্যান্য ইভেন্টের মধ্যে ছিল পিঠা উৎসব, রুবিক্স কিউব প্রতিযোগিতা, ৪০টি হাদিস প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা।
অপরদিকে, বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের ১ পারা হেফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের অনবদ্য উপস্থাপনা এবং স্কুল কর্তৃপক্ষের সুনিপুণ আয়োজনে পুরো অনুষ্ঠানটি সবার প্রশংসা কুড়িয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর