ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনলাইন পোর্টাল হ্যাক করার মাধ্যমে সম্প্রতি প্রায় ৭০ গিগাবাইট (জিবি) ডাটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে হ্যাকাররা। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অ্যালামনাইসহ প্রায় ২০ হাজার ব্যবহারকারীর ইউজার আইডি, পাসওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া সার্ভারের ইএনভি ফাইলে বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজের ক্রেডেন্সিয়াল সংরক্ষিত থাকায় মূল ডাটাবেজের একটি কপিও হ্যাকাররা হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সবার ব্যক্তিগত বিভিন্ন তথ্যও হ্যাকারদের আয়ত্তে চলে যাওয়ার সুযোগ রয়েছে।
এরই মধ্যে গত ২৪ ডিসেম্বর হ্যাকারদের ‘সিস্টেমবিডিএডমিন (অফিসিয়াল)’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়, সিস্টেমএডমিনবিডি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজ (৭০ জিবির বেশি) ফাঁস করা হবে। শফিউর রহমান ফারাবীকে (লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম আসামি) মুক্তি না দেওয়া অবধি তাদের এই ‘অপারেশন ফ্রিডম’ চলমান থাকবে।
হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সিস্টেমে কিছু ত্রুটির কারণে পোর্টাল হ্যাক হয়েছিল। তবে দ্রুততার সঙ্গে ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে হ্যাকাররা আর পোর্টালটি হ্যাক করতে পারবে না বলেই তাদের বিশ্বাস। তবে ৭০ জিবি ডাটা হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয় বলেও দাবি তাদের।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক / সানি-০১