মৌলভীবাজারের রাজনগরে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র্যালী ও যুব সমাবেশ হয়েছে। এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ জানুয়ারি) সকালে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রকৌশলী রাজু সেন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নেয়ামত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিএনপি নেতা আশরাফুজ্জামান খান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি ফজলে রাব্বি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/এসডি-০১