খানিকটা চমক রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ঘোষিত দলে জায়গা পাননি দলের অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞার পর তার দলে জায়গা না পাওয়া অনেকটাই খোলাসা হয়ে যায়।
 

তবু সাকিব আল হাসানের জায়গা না পাওয়ায় অনেকের মাঝেই আছে হতাশা। যে তালিকায় আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক। আজ রোববার সিলেটে রংপুরের দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রফিক।


সাকিবের বোলিং নিষেধাজ্ঞা নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আপনি দেখেন সাকিব কত বছর খেলছে বাংলাদেশ দলে। সাকিব তখন দুনিয়ার ভিতরে এক নম্বর প্লেয়ার ছিল। আর এখন চাকিং বলে... তো এতদিন আপনার আইসিসি কি করেছে। এতদিন পর এ কথাটা কেন হল যেটা বলছে। ওটা কিছু না, দেখা যাবে আমাদের সাথে কাজ করলে বা যারা এই টাইপের আছে দুই দিনের ভিতর সমাধান করতে পারব আমরা। এটা কিছু না।’
 

রফিকের চাওয়া সাকিবকে মাঠের খেলায় ফেরানো হোক, ‘আপনি এখন কিভাবে নিচ্ছেন সেটা ব্যাপার। যদি মনে করেন যে সাকিবের দরকার তো অবশ্যই দরকার। কারন সাকিবের মত প্লেয়ার এক যুগে হবে কি না আর সন্দেহ। তো আমার কথা হল যে পর্যন্ত দিতে পারে খেলুক। রাজনৈতিকভাবে যে সমস্যাটা হয়েছে সেটাও সমাধান করুক রাজনৈতিকভাবে। কিন্তু ক্রিকেটের জন্য তো না এটা মানুষের জন্য খুবই খারাপ।’
 

অভিজ্ঞ এই ক্রিকেটার না থাকায় দলে হতাশা থাকবে বলেও মন্তব্য মোহাম্মদ রফিকের, ‘আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, দেশের কয়টা প্লেয়ার কয়টা খেলেছে। এখন সাকিবকে নিয়ে কেন সমস্যা দাঁড়াচ্ছে। আজকে সাকিব নাই টিমে, কিন্তু হতাশা একটা থাকবেই।’
 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩