শাহজালাল হিফজুল  কুরআন একাডেমি ও মসজিদে বিলাল (রা.) কমপ্লেক্সের নকশা

সিলেটে ‘শাহজালাল হিফজুল  কুরআন একাডেমি ও মসজিদে বিলাল (রা.) কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার নগরীর শাহজালাল উপশহরের এইচ ব্লকের ২নং রোডে ৬তলা বিশিষ্ট এই কমপ্লেক্সের নির্মাণের কাজ শুরু হয়। 

 


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো: ফরিজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবীবুর রহমান। 

 

বক্তব্য রাখেন, উপশহর ডি ব্লক জামে মসজিদের সভাপতি, প্রবীণ আইনজীবী এডভোকেট এ রকিব ও সেক্রেটারী শাহিন আহমদ।

 

এসময় বক্তারা বলেন, আমাদের জীবনের চলার পথে অবশ্যই কুরআন ও সুন্নাহর আইন মেনে চলতে হবে। এ আইন মেনে চললেই আমাদের ইহকাল ও পরকাল সকল ক্ষেত্রেই সুখময় হবে। তারা বলেন, কুরআনকে জানতে হবে, বুঝতে হবে, তবেই শান্তি আসবে।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী আর আর চৌধুরী, এডভোকেট সফিকুল ইসলাম, আফতাব উদ্দিন, ফারুকুজ্জামান, বদরুজ্জামান, বৃটেন প্রবাসী দুলাল আহমদ, সামাদুজ্জামান সামাদ প্রমুখ।

 

উল্লেখ্য, ১১ ডেসিমেল জায়গার উপর মনোরম পরিবেশে ৬তলা এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কমপ্লেক্সের ১ম ও ২য় তলা মসজিদের জন্য এবং ৩য় থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত হিফজুল কুরআন এবং অ্যারাবিক, বাংলা ও ইংরেজির সমন্বয়ে জেনারেল শিক্ষার কাজে ব্যবহৃত হবে।

 

দ্বীনি প্রতিষ্ঠানটিতে কেউ দান-সদকা করতে চাইলে সরাসরি একাডেমির নির্মাণস্থল পরিদর্শন কিংবা ০১৭১১-৯২০২৩৮ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মো. ফরিজ উদ্দিন।

 

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / সানি-৪