‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানে ও ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় সিলেটের বিশ্বনাথ পিএফজি'র বার্ষিক ‘আনন্দ ভ্রমণ ও মাসিক ফলোআপ সভা’ অনুষ্ঠিত হয়।
 

শনিবার সকালে বিশ্বনাথ পিএফজি'র মাসিক ফলোআপ সভা শেষে আনন্দ ভ্রমনের জন্য জাফলং-এর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়।


পিএফজির অ্যাম্ভাসেডর মোনায়েম খানের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ফলোআপ সভায় বক্তরা বলেন, শান্তির ঐক্যে বাংলাদেশ গঠনে সবার এগিয়ে আসা উচিত। মত ও পথের বিন্যতা থাকতে পারে, নিজের এলাকা সুন্দর রাখতে সবার ঐক্যবোধ প্রয়োজন। এক্ষেত্রে দলমত নির্বিশেষে আন্তরিকভাবে কাজ করে আমাদেরকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে হবে।
 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এমআইপিএস এর ফিল্ড সমন্ময়কারী কুদরত পাশা, পিএফজির অ্যাম্বাসেডর প্রভাষক নাছরিন জাহান, সদস্য হাজী আব্দুল মতিন, মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক, হোসাইন আহমদ শাহীন, হাজী সিতাব আলী, কাওছার খান, এমএ রব, বেগম স্বপ্না শাহীন, নাজমা বেগম, রাসনা বেগম, মুক্তা রানী দাশ, হাসান মাহমুদ রিপন, আশিকুর রহমান রানা, মহসিন আহমদ, দৈনিক শ্যামল সিলেট‘র স্টাফ রির্পোটার সালেহ আহমদ সাকী, ইয়ুথ সদস্য সাদিয়া হোসাইন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৪