সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে ‘সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-২১৫৯’র আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর শহরের পুরাণ বাজারস্থ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে চলে ভোট গ্রহন।
ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের নির্বাচন কমিশনার ও সংগঠনের জেলা শাখার যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন। নির্বাচন পরিদর্শন করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক গফুর মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম প্রমুখ’সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
নির্বাচনে সভাপতি পদে ‘হরিণ’ প্রতীকে ২২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আছাব আলী। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী আলাল উদ্দিন ‘আনারস’ প্রতীকে পেয়েছেন ১০২ ভোট। সহ সভাপতি পদে ‘ট্রাক’ প্রতীকে ১৭৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক মিয়া। তার তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী গয়াছ মিয়া ‘ট্রাক্টর’ প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘দেয়ালঘড়ি’ প্রতীকে ২২৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী আব্দুস সালাম ‘দোয়াত-কলম’ প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ‘শাপলা ফুল’ প্রতীকে ১৭০ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন জুলহাস মিয়া। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী খালেদ হোসেন ‘তালা-চাবি’ প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ‘কলস’ প্রতীকে ২০২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিল মিয়া। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী গিয়াস উদ্দিন ‘মই’ প্রতীকে পেয়েছেন ১২৫ ভোট। কোষধ্যক্ষ পদে ‘বালতি’ প্রতীকে ১৭৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী আব্দুস শহিদ ‘মাছ’ প্রতীকে পেয়েছেন ১৫৩ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে ‘বাঘ’ প্রতীকে ১৬৭ ভোট পেয়ে আব্দুল জলিল ‘প্রথম সদস্য’, ‘ফুটবল’ প্রতীকে ১৪১ ভোট পেয়ে ওয়ারিছ আলী ‘দ্বিতীয় সদস্য’, ‘টায়ার’ প্রতীকে ১৩৫ ভোট পেয়ে আকবর আলী ‘তৃতীয় সদস্য’ নির্বাচিত হয়েছেন। তাদের একমাত্র প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী এমদাদুল হক ‘কুকড়া লাঠি’ প্রতীকে পেয়েছেন ১১৮ ভোট।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৫