৬০ হাজার টাকায় দুইটি বাঘাইড় মাছ কিনলেন যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন খাঁন। তাঁর বাড়ি সিলেটের বিশ্বনাথে। রবিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুরের মাছের মেলা থেকে তিনি মাছ দুটি কিনেন।
 

আলী হোসেন খাঁন সিলেটভিউকে জানান, শখের বশে মাছ দুটি কিনেছি। দেশে আসলে শখ করেই মাছ কিনি। আর বাঘাইড় মাছতো সচরাচর বাজারগুলোতে পাওয়া যায়না। তাই এই মাছের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে থাকে।


এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১২ ও ১৩ জানুয়ারি শেরপুরের মাছের মেলা শুরু করার পোস্ট দেখা গেলেও মূল মেলা শুরু হবে ১৩ জানুয়ারি এবং ১৪ জানুয়ারিও চলবে।
 

তবে রবিবার সরেজমিন দেখা যায়, শুধু মাছ নয় খেলনা, মিটাই, নাগরদোলাসহ মেলায় বিভিন্ন দোকান বসেছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-২৭