চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফীর বাবা- বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা; সিলেটের বাসিন্দা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন।
রোববার দিবাগত রাত (১৩ জানুয়ারি) পৌনে ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। রাফীর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
তমা সংবাদমাধ্যমকে বলেন, ‘গতকাল (রোববার) বিকেলে রাফীর বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর আমরা সবাই মিলে তাঁকে দ্রুত গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা জানান আংকেলের অবস্থা জটিল। তারপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে আমরা আংকেলকে নিয়ে আরেকটি হাসপাতালে যাই। সন্ধ্যায় সেখানে তাঁকে ভর্তি করানোর পর দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত আইসিইউ হয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে চিকিৎসক আংকেলের মৃত্যুসংবাদ আমাদের জানান।’
তমা জানালেন- রাফীর বাবার দুই বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল। তার পর থেকে চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি জীবন যাপন করছিলেন। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন।
তমা আরও বলেন, ‘হাসপাতালের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার সকালে আংকেলের মরদেহ নিয়ে রাফী সিলেটের উদ্দেশে রওনা করেছে। তার এক বোন লন্ডন থেকে ঢাকায় ফেরার জন্য রওনা করেছেন। সে কারণে আজ সিলেটের একটি হাসপাতালের হিমঘরে আংকেলের মরদেহ রাখা হবে। আগামীকাল মঙ্গলবার বাদ আসর সিলেটের ফাজিলপুরের কুমারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।’
রাফীরা তিন বোন ও এক ভাই। দুই বোন যুক্তরাজ্যে থাকেন। আরেকজন সিলেটে। এক বোন দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন।
উল্লেখ্য, শুরুর দিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও গানের ভিডিও বানালেও চলচ্চিত্র বানিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান রায়হান রাফী। প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন ২’ বানিয়ে নিজেকে সবার কাছে পরিচিত করে তোলেন তিনি। এই পরিচালকের সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’, যা গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ছবি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম-৪