আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভারসিটি-এর স্প্রিং সেমিষ্টার ২০২৫-এ প্রথম বর্ষে ভতিকৃত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস শুরু উপলক্ষে এক একাডেমিক অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্টানের আয়োজন করা হয়।
সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভারসিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর ঊল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিশ্¦বিদ্যালয়ের বিআইআইএসডি-এর পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মালেক।
উপাচার্য তাঁর প্রধান অতিথির ভাষণে বলেন যে, আমি দেশে বিদেশে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ শিক্ষকতা করছি। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আমি সুপরামর্শ দিতে পারি। আমাদের এ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়টি স্নাতক ডিগ্রির আকর্ষণীয় কারিকুলাম ও শিরোনাম বিবেচনায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু ব্যতিক্রম। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চার বছরব্যাপি শিক্ষা ও প্রশিক্ষণের প্রক্রিয়ায় শিক্ষার্থীদেরকে জ্ঞান ও দক্ষতা অর্জনের মধ্যদিয়ে পেশাভিত্তিক নিয়োগযোগ্য করে প্রস্তুত করা। প্রথমদিকে যারা কম্পিউটার ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চায় তাদেরকে সহায়তা করা। সেজন্য নবীন শিক্ষার্থীদেরকে শিক্ষাদান কার্যক্রমে রুটিন অনুযায়ী নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। লাইব্রেরি ও কম্পিউটার ল্যাবে সময়দিতে হবে। এভাবে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠা অভ্যাসই প্রতিযোগিতামূলক বিশে^ তাদের অধিকতর নিয়োগযোগ্যতা নিশ্চিত করবে।
সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অধ্যবসায়ের প্রয়োজনীয়তা এবং শিক্ষা ও প্রশিক্ষণে গভীরভাবে মনোনিবেশের ফলে কিভাবে দক্ষতা এবং নিয়োগযোগ্যতা অর্জন করা যায় তা সবিস্তারে ব্যাখ্যা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থীর জীবন স্বপ্ন এবং কল্পনা অর্জিত জ্ঞানের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালকিছু কল্পনা করতে না পারি বা স্বপ্ন দেখতে না পারি তাহলে সেটা করা হবে না। আর আমরা যদি কোনদিন কল্পনা বা স্বপ্ন দেখতে পারি তাহলে একদিন তা বাস্তবে রুপায়িত হবে।
তিনি থমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাল্ব অবিস্কারের কথা উল্লেখ করে বলেন, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিভাবে এই অসাধ্য কাজ করলেন? উত্তরে এডিসন বলেছিলেন, আমি একহাজার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। একহাজার একবারের সময় সফল হয়েছি। কাজেই আমরা বলতে পারি, সাহস, ধৈর্য্য ও অধ্যাবসায়ই একজন শিক্ষার্থীকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে।
ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী. বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর জয়া সরকার, আইকিউএস্থির পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব সহ প্রত্যেকেই স্ব-স্ব বিভাগের কারিকুলাম ও ক্রেডিট ভিত্তিক কোর্স নির্দেশনা উপদ্থাপনসহ শিক্ষকবৃন্দকে পরিচয় করিয়ে দেন| বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মো. রিফাতু হোসেন নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
পরিশেষে , সভাপতি নবাগত শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরিসহ ক্যাম্পাস ভিজিটের মধ্যদিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্টানের সমাপ্তি ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯