যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জকিগঞ্জে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাগরিবের নামাজের পর শাহ সূফী আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রহ.) প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ মাহফিল হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাউটি ছাহেবের ছেলে ডা. সাফিউর রহমান, সিলেট জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ রাসেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম আহমেদ, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ রনি, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, বুরহান উদ্দিন, মহানগর যুবদলের সদস্য জয়নাল আহমেদ, উপজেলা যুবদলের সদস্য ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেল আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল হুসেন ইমন, সদস্য সচিব মাহবুব আলম মাহবুব, যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ পাবেল, সদস্য রাদি আহমেদ, রুবেল আহমেদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গিলমান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, লিপু আহমেদ, কয়েছ, নাহিদ, মাহফুজ, বারঠাকুরী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সাকিব আহমেদ প্রমুখ।
মিলাদ মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেন, খালেদা জিয়া দেশের মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন। তিনি গণমানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিতের আন্দোলন করার জন্য মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় বৃদ্ধ বয়সেও কারাবাস করতে হয়েছে। কারাগারেও তাঁকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে স্বৈরাচার আওয়ামী সরকার। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে। আপসহীন নেত্রীর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও গোটা দেশের মানুষ দোয়া করছেন। সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।
অপরদিকে ওইদিন সন্ধ্যা রাতে বূহত্তর রতনগঞ্জ যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। ইউপি সদস্য ইমদাদ হোসেন চৌধুরী জাবেদ ও ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদির পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ আহমদ আরিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সাহেদ আহমেদ রাসেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুম আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ রনি, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সদস্য জয়নাল আহমেদ, উপজেলা যুবদলের সদস্য ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেল আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল হুসেন ইমন, সদস্য সচিব মাহবুব আলম মাহবুব, যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ পাবেল, রুবেল আহমেদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গিলমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাছান আহমদ সচ্ছল, সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিপু আহমেদ, ছাত্রদল নেতা কয়েছ আহমদ, নাহিদ আহমদ, মাহফুজ আহমদ, বারঠাকুরী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সাকিব আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-৩১